পুজোর চাঁদা থেকে সঞ্চিত অর্থ দিয়ে মদ্যপান থেকে শুরু করে বেলেল্লাপনা অনেকেই অনেক কিছু করে থাকেন। কিন্তু এবার বেনজির কান্ড ঘটিয়েছে রায়গঞ্জের একটি পুজো কমিটি। তারা চাঁদা আদায়ের উদ্বৃত্ত অর্থ থেকে কিছুটা সঞ্চয় করে অনাথ শিশুদের কপালে ফোঁটা দিলেন । এমন মহৎ কাজ করায় রায়গঞ্জের নট্টপাড়ার হাইরোড বারোয়ারী দুর্গোৎসব কমিটির নাম শহরের সকলের মুখে মুখে। সংশ্লিষ্ট পুজো কমিটি শুধু ভাতৃদ্বিতীয়া করেই থেমে থাকেননি তারা আয়োজন করেছেন দুর্গোৎসব কমিটির তরফে বিজয়া সম্মিলনীও।
আজ, বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার পূর্ণলগ্নে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম এর আবাসিক শিশু কিশোরদের টোটোর মাধ্যমে উৎসব প্রাঙ্গনে এনে ভাইফোঁটা পালন করালেন নট্টপাড়া হাইরোড বারোয়ারী দুর্গোৎসব কমিটি। আবাসিকদের তাঁবুতে বসিয়ে একে একে প্রত্যেককে ফোঁটা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের তরফে দুপুরের আহারের ব্যবস্থাও করা হয়। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হয় নানান শিক্ষা সামগ্রী। এতে আবাসিক-সহ তাদের শিক্ষকরাও আপ্লুত।
তবে আগামীদিনের বিভিন্ন পুজো কমিটিগুলিকে যে রায়গঞ্জের নট্টপাড়া বারোয়ারী দুর্গোৎসব কমিটি মহৎ কাজে পথ দেখাবে তা বলাই বাহুল্য।
রায়গঞ্জের নট্টপাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।