Uttar Dinajpur: আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের নাম না থাকায় আন্দোলনে বিজেপি

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের নাম না থাকার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিজেপি বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপি-র অভিযোগ,প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে ধনীদের তালিকাভুক্ত করা হয়েছে। নতুন করে সার্ভে করে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির দাবি জানানো হয়। বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকা প্রকাশের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে নাম না থাকা বাসিন্দাদের বিক্ষোভ। কোথাও আবার প্রধান, সার্ভে কর্মীদের আটক রাখারও অভিযোগ উঠছে। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের বাসিন্দাদের নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি-র অভিযোগ- তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় না তুলে ধনী, সচ্ছল ব্যাক্তিদের তালিকায় নাম তোলা হয়েছে।গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগে এই বিক্ষোভ। ভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধান দাবি করেছেন- বাসিন্দাদের বেশ কিছু সমস্যার কারনে নাম বাতিল হয়েছে। বর্তমানে ২ হাজার ২৭৫ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এদিন হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বিডিও অফিসে বিক্ষোভ দেখান।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close