Uttar Dinajpur: বজরংবলী পুজোতেও রক্তদান আয়োজকদের

আরও পড়ুন

রামকৃষ্ণপুর, কুলাইতোর বজরংবলী পুজোমণ্ডপ প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামকৃষ্ণপুর মহাবীর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও রায়গঞ্জ মুক্তির কান্ডারী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় উৎসব-এ হোক রক্তদান কথাটিকে সামনে রেখে বজরংবলী পুজো উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা ছাড়াও রায়গঞ্জ মুক্তির কান্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্য্য সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

রায়গঞ্জের কুলাইতোর গ্রাম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close