রবিবার বড়দিনের বিকেলে ভিড় উপচে পড়ল রায়গঞ্জের সাধু জোসেফের মহাগির্জায়। রায়গঞ্জের ছটপাড়ুয়ার গির্জাটি উত্তরপুর্ব ভারতের অন্যতম গির্জা গুলির মধ্যে একটি। সুবিশাল এই গির্জায় বড়দিন উপলক্ষে এদিন দুপুর থেকেই রায়গঞ্জ সহ উত্তর, দক্ষিণ ও মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। এদিন বিকেল থেকে কার্যত ভিড় উপচে পড়ে সেখানে। অপরদিকে এদিন চার্চে উপচে বড় ভিড় সামাল দিতে সামাল দিতে এবং নিরাপত্তার জন্য রায়গঞ্জ পুলিশ জেলার তরফে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সেইসঙ্গে, রায়গঞ্জ-বুনিয়াদপুর রাজ্য সড়কে যেনও জানজট না তৈরি হয় সেইজন্য রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি-র নেতৃত্বে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়।
রায়গঞ্জের সাধু যোসেফের গির্জা ঘুরে এসে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।