পাড়ায় পাড়ায় কৃতি ছেলে-মেয়েরা থাকলে উত্তরসূরিদের সাফল্য অনিবার্য। বৃহস্পতিবার ভাইফোঁটার দিন রায়গঞ্জের নট্টপাড়ায় বিজয়া সম্মিলনীতে হাজির হয়ে এমনই মন্তব্য করেন ২০ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক অর্ণব ওরফে বান্টি মণ্ডল।
দেবাশীষ, পিন্টু, ভোলাদের মতো দাদা থাকলে প্রত্যেক পাড়ার ছেলেমেয়েদের কথা বলার ক্ষেত্রে জড়তা কাটে। উল্লেখ্য, এমনই একটি গরিব মহল্লা থেকে দু’জন অধ্যাপক হয়েছেন। এঁরা হলেন- ড. দেবাশীষ নট্ট এবং পিন্টু বিশ্বাস। এঁরাই নট্টপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীদিনের কান্ডারী।
বৃহস্পতিবারের সাংস্কৃতিক সন্ধ্যার মাঝে স্কুল পড়ুয়াদের হাতে উপহার তুলে দেন সম্মানীয় অতিথিবর্গ।এদিন অর্ণববাবু ছাড়াও নট্টপাড়ার সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডি এস পি রিপন বল, রায়গঞ্জ থানার আই সি,সৌরভ সেন, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, পূর্বাশা প্রগতি মঞ্চের সভাপতি তথা স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সজল সরকার, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: শম্ভু পাশোয়ান-সহ সম্মানীয় ব্যক্তিবর্গ।
রায়গঞ্জের নট্টপাড়া ঘুরে এসে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।