Uttar Dinajpur: আইএনটিটিইউসি-র দ্বিতীয় সম্মেলনের বিপুল সাড়া

আরও পড়ুন

bআইএনটিটিইউসি-র শহর তৃণমূলের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হ’ল বুধবার রায়গঞ্জ বিধান মঞ্চে। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শেখর দাস, বর্ষীয়ান কাউন্সিলর তথা আইএনটিটিইউসি-র টাউন প্রেসিডেন্ট তপন দাস প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একইসঙ্গে এই দিন আইএনটিটিউসি-র নতুন পূর্ণাঙ্গ টাউন কমিটি ঘোষণা করা হয়। যেখানে সভাপতি হিসেবে পুনরায় তপন দাসকে নির্বাচিত করা হয়। এদিনের অনুষ্ঠান নিয়ে জেলা সভাপতি বলেন- মানুষ সাম্প্রদায়িক বিজেপি-র ভাঁওতাবাজিতে বিশ্বাস করে না বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পগুলির দিকেই বেশি আকৃষ্ট হচ্ছে যার সুফল আগামী পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই পাওয়া যাবে।

উত্তর দিনাজপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close