Uttar Dinajpur: গৃহপ্রবেশে রক্তদানের অভিনব আয়োজন রায়গঞ্জে

আরও পড়ুন

উৎসব এ হোক রক্তদান কথাটির যথার্থতা প্রমাণিত হল বৃহস্পতিবার। কল্যাণ মজুমদার ও শম্পা মজুমদার দম্পতির এদিন ছিল গৃহপ্রবেশ রায়গঞ্জের কাশীবাটিতে। তারই মাঝে তারা আয়োজন করলেন একটি রক্তদান শিবিরের। মজুমদার দম্পতি এর আগেও বহুবার রক্তদান করেছেন, পাশে থেকেছে মেয়ে সুইটিও। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, স্থানীয় ওয়ার্ড কো অর্ডিনেটর শিল্পী দাস, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, রায়গঞ্জ মুক্তির কান্ডারীর সভাপতি কৌশিক ভট্টাচার্য্য প্রমুখ।

রায়গঞ্জের কাশীবাটি থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close