উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লাড ডোনার্স ফোরামের ন’জনের কমিটি গঠিত হল রবিবার। এদিন স্থানীয় দীপায়ন শিশু তীর্থ নামের বিদ্যালয়ের সভাকক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান হয়। আলোচ্য বিষয় ছিল করণদিঘি ব্লক কমিটি গঠন, স্বেচ্ছায় রক্তদান শিবির স্থাপন, রায়গঞ্জে সংশ্লিষ্ট ফোরামের রাজ্য সম্মেলনের প্রাক প্রস্তুতিপর্ব, এছাড়াও বিবিদ আলোচনা সংঘঠিত হয়। ন’জনের কমিটিতে সুব্রত সরকার ছাড়াও উপস্থিত ছিলেন চৈতালি দে সরকার, রেজাউল করিম, জবিরুল ইসলাম, কৌশিক ঘোষ, ভীম সিং, দেবদুলাল বিশ্বাস, কৌশিক দে সরকার প্রমুখ।
এদিনের অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন দীপায়ন শিশু তীর্থের প্রিন্সিপাল চৈতালি দে সরকার। যিনি ব্লাড ডোনার্স ফোরামের করণদিঘি ব্লকের সহ সভাপতি মনোনীত হন। যুগ্ম সহ সভাপতি হয়েছেন দেবদুলাল বিশ্বাস, সভাপতির পদ পেয়েছেন কৌশিক দে সরকার, সম্পাদকের পদ পেয়েছেন দীপঙ্কর মন্ডল, সহকারী সম্পাদক হয়েছেন কৌশিক ঘোষ, কোষাধক্ষ হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, এছাড়াও কার্যকরী সদ্যসরা হলেন ভীম সিংহ, রেজাউল করিম, ঘনশ্যাম দাস প্রমুখ।
করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।