আগামী ২৮ অক্টোবর, শুক্রবার কার্নিভালের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ভাবনা বন্দর একাদশের। তাদের পুজো এবার ৩৪তম বর্ষে পা দিল। বিগত কয়েক বছরে প্যান্ডেল এবং পুজোয় সাধারণ মানুষের নজর কেড়েছে এই পুজোটি। তারা বিগত বছরগুলির মতো এবছরও উদযাপন করছে দীপাবলী উৎসব-২০২২। শিশু কিশোরদের নাচ, গান, অঙ্কন, আবৃত্তি, ফ্যাশন-শো থাকছে এই প্রতিযোগিতায়। বুধবার সকালে ক্ষুদেদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সেই অঙ্কনচিত্রগুলি পুজোমণ্ডপে সকলের সামনে তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠিত হল নাচ ও শিশুদের ফ্যাশন শো। স্থানীয় মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষ্য করার মত। পাশাপাশি এদিন প্রায় ৫০০ জনকে প্রসাদ খাওয়ানো হয় পুজো মণ্ডপের পার্শ্ববর্তী স্থানে।
রায়গঞ্জের বন্দর একাদশ ক্লাব থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।