আগেও ছোটখাটো দান করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারে আজ তো একটা অ্যাম্বুলেন্স পুরসভা কে দান করলেন কলেজের প্রাক্তন অধ্যাপিকা মধুমিতা রায়। আজ ৩ ডিসেম্বর শনিবার, রায়গঞ্জ বিধান মঞ্চে একটি অনার নম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুমিতা দেবী এই দানটি করেছেন।
শনিবার রায়গঞ্জের বিধান মঞ্চ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা