বিদ্যালয় ভবন নির্মাণের দাবিতে অবিভাবকরা রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ণ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ভবন নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর পঞ্চায়েতের দক্ষিণ নটুয়াডাঙ্গি প্রাথমিক স্কুল ভবন বিপজ্জনক অবস্থায় থাকায় ব্লক প্রশাসনের তরফে বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ভবনে কচিকাঁচাদের পঠন-পাঠন চালু থাকলে যে কোনোসময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা করেই বিদ্যালয় ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা হওয়ায় এই বিদ্যালয়টিকে সরিয়ে ভুঁইহারা উচ্চবিদ্যালয় পঠন পাঠন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৬৫, শিক্ষক ৪জন। নটুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে ভুঁইহারা উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় দু’ কিলোমিটার। পায়ে হেঁটেই ক্ষুদেদের দীর্ঘ দু’কিলোমিটার পথ যেত হচ্ছে।দীর্ঘ ৮ মাস ধরে ভুঁইহারা উচ্চবিদ্যালয়ের ক্লাসরুমে প্রাতঃকালীন হিসেবে চলছে দক্ষিণ নটুয়াডাঙ্গি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পঠনপাঠন। বারান্দায় হচ্ছে মিড ডে মিলের রান্না। গরমের মরশুমে কচিকাঁচাদের সমস্যা না হলেও শীতের মরশুমে শিশুদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ছেলে মেয়েদের সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের গ্রহণের দাবিতে এলাকার বাসিন্দারা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। দ্রুত ভবনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেন। এই হুমকির পরই ঘটনাস্থলে পৌঁছন কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপন দে। তিনি জানান,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে অর্থ মঞ্জুরীর জন্য নবান্নে পাঠানো হয়েছে। আর্থিক অনুমোদন পেলেই দ্রুত ভবন নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।