শ্রমিক কার্ডের জন্য আবেদনকারীকে ১০০ টাকা দিতে হচ্ছে। এই তথ্য সামনে এলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। কালিয়াগঞ্জের পুরপিতা জানিয়েছেন, সরকারি নির্দেশ ছাড়া এই টাকা তোলার খবর এলে তিনি তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
কালিয়াগঞ্জ পুরসভার শ্রম দফতরে শ্রমিকরা শ্রম কার্ড তৈরি করার জন্য আবেদন করতে পারেন। অভিযোগ, অনলাইনে ফর্ম পূরণের জন্য আবেদনকারীকে ১০০ টাকা দিতে হচ্ছে। মঙ্গলবার ওই দফতরে শ্রম কার্ড করতে গিয়েছিলেন শিউলি মাঝি বর্মন নামে এক মহিলা। শিউলিদেবী ওই ১০০ টাকা দেওয়ার পর বিষয়টি স্থানীয় কাউন্সিলর গৌরাঙ্গ দাসকে জানান। গৌরাঙ্গবাবু অভিযোগ পেয়েই কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা রামনিবাস সাহাকে জানান। অভিযোগের সত্যতা যাচাই করতে পুরপিতা রামনিবাসবাবু ওই দফতরে যান। সেখানে গিয়ে তিনি দফতরের কর্মীদের থেকে পুরো বিষয়টি জানতে চান। এই ঘটনার সত্যতা জানতে পেরে তিনি টাকা না নেওয়ার নির্দেশ দেন।
ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।