রবিবার ডালখোলার পালসা এন জেড মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক পাবলিক স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এবার ২০২৩ এর মাধ্যমিক উত্তীর্ণ হওয়া ছাত্রদেরই অংশ নিতে আহ্বান জানানো হয়।
নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর চলে কবিতা, আবৃত্তি, নাটক, দেশাত্মবোধক নাচ, গান। অনুষ্ঠান শেষে উল্লেখযোগ্য নম্বর পাওয়া ১৪ জন ছাত্রকে পুরুস্কৃত করা হয়। তাদের মধ্যে ১০ জন স্টার মার্কস পেয়েছেন এবং ৪ জন ফাস্ট ডিভিশন মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
স্কুলের পক্ষ থেকে সকলকে কলম ,ডায়েরি, মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয। তার পাশাপাশি এদিন তিনটি ল্যাব -এর উদ্বোধন করা হয় কেমিস্ট্রি , বায়োলজি , ফিজিক্যাল সায়েন্স। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালসা এন জেড মেমোরিয়াল পাবলিক স্কুলের কর্ণধার এবং শিল্পপতি হাজি শাহাবুদ্দিন সাহেব। এন জেড মেমোরিয়াল পাবলিক স্কুলের চেয়ারম্যান মহম্মদ আব্বাসউদ্দিন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পাচুরাসিয়া স্কুলের শিক্ষক মহম্মদ ইজহার আনোয়ার, এস বি টফি হাইস্কুলের শিক্ষক অজয় সরকার, ঝিটকিয়া বিবেকানন্দ ব্রাইট পাবলিক স্কুলের শিক্ষক নিরঞ্জন মন্ডল। এন জেড মেমোরিয়াল পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্ররা।
উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।