Uttar Dinajpur : পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার বন্ধুক-সহ ১৯ রাউন্ড তাজা কার্তুজ, গ্রেফতার ২

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের আগে বড়-সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পুলিশ। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্ধুক এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ। ধৃতদের বুধবার ইসলামপুর আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ফাঁড়ির পুলিশ

সূত্রের খবর, মঙ্গলবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোয়ালপোখর থানার লাডুখোয়া গ্রামে হানা দিয়ে মহম্মদ আলম ও তার এক সঙ্গীকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে একটি দেশি বন্ধুক এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। পুলিশের অসামাজিক কাজের জন্যই আগ্নেয়াস্ত্র-গুলি আনা হয়েছিল। ধৃতদের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের বুধবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close