আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে করণদিঘি থানার কামাত গ্রামের বাসিন্দা জুমেলা বেওয়ার বাড়িতে আগুন লাগে। স্থানীয় মানুষ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হন। আগুন যেনও ছড়িয়ে না পড়ে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জুমেলা বেওয়া বাড়িতে ছিলেন না। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দুর্ঘটনার খবর পান। আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ওই বৃদ্ধা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মণিরুল ইসলাম অসহায় মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান ব্লক প্রশাসনের কর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।