সুদানী নদীর জলে ডুবে একই পরিবারের ৩ কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার সুদানী নদীতে।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে করনদিঘির দোমোহনার চৌনাগাড়া গ্রামের বাসিন্দা মহম্মদ সাদ্দামের দুই মেয়ে এক ছেলে রেজওয়ান, বয়স ৪ বছর, তাহাসিনার বয়স ৬ বছর এবং রেজিনার বয়স ৭ বছর। এই তিনজন সকালে বাড়ির পাশে সুদানী নদীতে স্নান করতে গিয়েছিল। আচমকাই তাদের মধ্যে একজন জলে তলিয়ে যায় তাকে বাচাতে গিয়ে বাকি ২ জনও জলে তলিয়ে যায় । বেশ কিছুক্ষণ খোঁজাখুজির খম পর তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। দ্রুত তিন কিশোরকে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত বbলে ঘোষনা করেন। হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণার পর মৃতদেহ ময়নাতদন্ত না করেই মৃত কিশোরদের বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকেরা মৃতদেহ ময়নাতদন্ত করতে চাইছেন না। এই খবর শুনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যান করণদিঘির চৌনাগাড়ায় খবর করতে গেলে রাস্তা আটকে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। করণদিঘি এলাকায় এত বড় ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।