এক তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইটাহারের শ্রীপুর এলাকার একটি ধান ক্ষেতে। মৃত ওই ব্যাক্তির নাম আব্দুল কাশেম। বয়স ৪০ বছর। বাড়ি ইটাহার থানার গুটলু গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
স্থানীয়সূত্রে খবর, ইটাহার থানার গুটলু এলাকার বাসিন্দা আব্দুল কাশেম পেশায় ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবত তিনি তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ইটাহারের শ্রীপুর এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল কাশেমের রক্তাক্ত মৃতদেহটি দেখতে পান। তার ওই রক্তাক্ত মৃতদেহটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর ইটাহার থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসে। কে বা কারা কি কারনে ব্যবসায়ী আব্দুল কাশেমকে খুন করলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নামানো হয়েছে পুলিশ কুকুরও। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটর বাইকও।
ফোর্টিন টাইমলাইন, ইটাহার, উত্তর দিনাজপুর।