এক ব্যক্তির নৃশংস খুনের ঘটনা ঘটে গেল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ভাগশোড় এলাকায়। সূত্রের খবর, মহম্মদ ইসলাম নামক এক ৪০ বছর বয়সী ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমল এলাকায়।
খবর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার সকালে মৃত মহম্মদ ইসলামের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি খোলা মাঠের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মৃতের দেহ। দেখা মাত্রই ছুটে আসে সমস্ত গ্রামবাসীরা। জানা যায়, আজ সকালে গোদাশিমল গ্রামের স্থানীয় এক বাসিন্দা মাঠের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময়েই তার নজরে পড়ে মাঠের মধ্যে একটি রক্তাক্ত দেহ পড়ে আছে। এই খবর গোটা গ্রামে জানাজানি হওয়াতে এলাকার মানুষ ওই মাঠে ভিড় জমাতে শুরু করে। মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে আসে মহম্মদ ইসলামের পরিবারের সদস্যরা।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে যে, মহম্মদ ইসলাম ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাত প্রায় নটা থেকেই মহম্মদকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনওরকম হদিশ পাওয়া যায়নি তার। এরপর ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু ফোনও বন্ধ ছিল বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যদের দাবি, মহম্মদকে জোর করে কেউ ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এই খুনের সঙ্গে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এদিন এই চাঞ্চল্যকর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশকর্মীরা।
অন্যদিকে, চাকুলিয়া থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন চাকুলিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। বিধায়ক এই খুনের ঘটনা সম্পর্কে বলেন, এই ঘটনায় ধৃত ব্যক্তিদের খুব দ্রুত খুঁজে বের করে তাদের চরম শাস্তি দেওয়া হোক। চাকুলিয়া থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বলে খবর।