Kaliyaganj : লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে ক্ষোভ শহরে

আরও পড়ুন

লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল কালিয়াগঞ্জে। সেই সাইকেল আরোহীর মৃতদেহকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে।

সূত্রের খবর, মৃত সেই সাইকেল আরোহীর নাম মহাবীর ওরফে টিংকু মাহাতো।বাড়ি কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। তিনি ব্যক্তিগত কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ের কাছে আসতেই উল্টো দিক থেকে একটি লরি এসে তাকে ধাক্কা মারে। ফলে, গুরুতরভাবে জখম হন টিঙ্কু। স্থানীয় মানুষ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

এঘটনার পর স্থানীয় মানুষ ট্রাফিক পুলিশের ব্যর্থতাকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ টিংকুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পরামর্শ দিলে স্থানীয় বাসিন্দারা ক্ষেপে গিয়ে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবিতে মৃতের আত্মীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close