Raiganj: বাহিনের নারায়ণপুর থেকে পূর্ণবয়স্ক গোখরো উদ্ধার

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর পর রায়গঞ্জের বাহিনের পায়রার খোপ থেকে উদ্ধার করা হল একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ারের পাশে নারায়ণপুর গ্রামের অমিত রাজভরের বাড়িতে পায়রার খোপে ডিম খাওয়ার লোভে একটি গোখরা সাপ ঢুকে পড়ে। পায়রাগুলি ভয়ে উড়ে গেলেও গোখরা সাপটি তিনটি ডিম খেয়ে সেখানেই বসে থাকে ফনা তুলে । এই দৃশ্য দেখে বাড়ির লোকেরা যখন আতঙ্কিত হয়ে পড়েন তখন অমিত রাজভর সাপটি উদ্ধারের জন্য খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এর অফিসে। খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্য ভাস্কর নাগ এবং রবীন্দ্র সরকার সেই গ্রামে পৌঁছে গোখরা সাপটিকে পায়রার খোপের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারের পর গ্রামবাসীদের সংস্থার পক্ষ থেকে সচেতন করা হয় যে যদি কোনো কারণে সাপে কামড়ের ঘটনা ঘটে তাহলে তারা যেন ওঝা গুনিনের কাছে না গিয়ে সোজা হাসপাতালে ভর্তি করা হয়। ওঝা গুনিনের কাছে গেলে সাপে কাটা ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে। উদ্ধার করা গোখরা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, বাহিন, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close