Kaliyaganj: শ্লীলতাহানীর প্রতিবাদে ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবতীর

আরও পড়ুন

রাস্তায় এক যুবককে শ্লীলতাহানি করে আত্মঘাতী এক অষ্টাদশী যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোরের সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, আত্মঘাতী মেয়েটির নাম ডলি রায় এবং অভিযুক্তের নাম সুজয় সরকার। শুক্রবার রাতে আত্মহত্যা করে সেই মেয়ে। তার এই আত্মহত্যায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, সুজয় সরকার নামে যুবকটি প্রায়দিনই তাকে রাস্তায় উত্যক্ত করত। সেইসঙ্গে সে ডলিকে কু-প্রস্তাব দিত। ডলি তাকে প্রতিবারই সুজয়ের কু-প্রস্তাবে সবিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করত। কিছুদিন আগেও সুজয় তাকে রাস্তায় উত্যক্ত করে বলে অভিযোগ। ডলি কুনোর থেকে কালিয়াগঞ্জ কলেজের দিকে টোটোয় চেপে যাচ্ছিল। মাঝরাস্তায় সুজয় সেই টোটো থামিয়ে তার মোবাইল ফোনটি ভেঙে শ্লীলতাহানির চেষ্টা করে। ডলি কোনক্রমে সুজয়ের হাত ছাড়িয়ে সেখান থেকে বাড়িতে ফেরে। বাড়িতে এসে পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানায়। ওই দিন থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর গতকাল সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এলাকার মানুষের বক্তব্য- আত্মঘাতী হয়ে ডলি প্রমাণ করলেন- আত্মসম্মান এখনো জীবিত। যদিও অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close