Uttar Dinajpur : মুক্তি পেয়েই খড়ের গাদায় আগুন অভিযুক্তের

আরও পড়ুন

সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল। ঘটনাটি ইসলামপুর পুরসভার মহব্বতপুর গ্রামে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশী মহঃ ওসমান আগুন লাগার ঘটনায় যুক্ত থাকতে পারে বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্থ কমল হুদা। অভিযোগ অস্বীকার করেছেন মহঃ ওসমান।তার দাবি- তিনি নিজে খড়ের গাদায় আগুন লাগিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, ইসলামপুর পুরসভার মহব্বতপুরের বাসিন্দা মহঃ ওসমানের সঙ্গে প্রতিবেশী কমল হুদার মধ্যে দীর্ঘদিন বিবাদ লেগে আছে। একে অন্যের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গত ২৫ নভেম্বর ইসলামপুর থানার পুলিশ দুই পরিবারের চারজনকে গ্রেফতার করেছিল। বিচারক তাদের জামিন মঞ্জুর না করায় জেল হাজতে পাঠিয়ে দেয়। ৫ নভেম্ভর ইসলামপুর মহকুমা আদালতের বিচারক তাদের চারজনকেই জামিনে মুক্তি দেন। জেল থেকে রাত্রি আটটার নাগাদ বাড়ি ফেরেন। দীর্ঘদিন বাড়ি ফেরায় পরিবারকে সঙ্গে নিয়ে খেতে বসেছেন। ঠিক সেই মুহূর্তেই প্রতিবেশীরা আগুন দেখতে পান। খড়ের গাদায় আগুন লাগায় আগুন মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। কমল হুদার প্রায় ১২ বিঘার ধান সহ বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়।ইসলামপুর দমকল বাহিনী দ্রুত সেখানে পৌছানোর চেষ্টা করলে রাস্তা সরু থাকার কারনে দমকলের গাড়ি সেখানে পৌছাতেই পারে নি। পরবর্তিতে ইসলামপুর দমকলের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ কমল হুদার অভিযোগ, খড়ের গাদা আগুন লাগানো নিয়ে প্রতিবেশী মহঃ ওসমানের দীর্ঘদিন যাবদ বিবাদ চলছে। আজ দুই পক্ষকেই আদালত থেকে জামিনে মুক্তি দিয়েছে। মহঃ ওসমান জামনে মুক্তি পেয়েই আবার খড়ের গাদায় আগুন লাগিয়েছে। তার ১২ বিঘা জমির ধান সহ বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকায় বিশাল সম্পত্তির মালিক কমল হুদা। সে গরিব দু:স্থ মানুষদের জমি জোর করে দখল করে নিচ্ছে। তার জমিও দখল করার চক্রান্ত করছে কমল হুদা। সেই কারনেই জেল থেকে জামিন পেয়েই খড়ের গাদায় নিজেই আগুন লাগিয়ে তার নামে অভিযোগ করছে। এই দাবি করছে মহঃ ওসমান। ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়ালকে জানানো হলে তিনি তার কোনও সুরাহা করে দিতে পারেননি। এভাবে তাকে বারে বারে মিথ্যা মামলায় ফাঁসানো হলে তিনি আত্মহত্যার পথ বেছে বলে হুশিয়ারি দিয়েছেন। আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন নাবলে জানিয়েছেন ইসলামপুর দমকল আধিকারিক রুশা আলম।

উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close