সদ্য প্রকাশিত মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য জেলার- সেরা ফল করেছেন কবিতা সূত্রধর। রায়গঞ্জের কসবা এমএম হাই মাদ্রাসার ছাত্রী উত্তর দিনাজপুরে উল্লেখযোগ্য ফল করেছেন। সংশ্লিষ্ট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন-মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় কবিতা সূত্রধর ৭৮.৬২ শতাংশ নম্বর পেয়ে অমুসলিম ছাত্রী হিসেবে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছেন। শুধু ভালো ফল-ই নয়, মাদ্রাসা সম্পর্কিত পুরো ধারণাটাই পাল্টে দিয়েছেন কবিতা। তার বাড়ি নাদিয়া জেলার শান্তিপুরে। পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায় ৩০০ কিমি দূরে রায়গঞ্জের ১৪ নম্বর কমলাবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মামাবাড়িতে আশ্রয় নিয়েছেন মা সহ কবিতা। কবিতার বাবা দিনমজুরের কাজ করেন। কবিতারা চার বোন। কবিতা জানিয়েছেন, তিনি বিজ্ঞান নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে চান। এক্ষেত্রে প্রধান অন্তরায় হল- অর্থনৈতিক স্বচ্ছলতা। কবিতা ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে জানিয়েছেন-এই বিদ্যালয়ের আরবি শিক্ষকেরা তাকে অতিরিক্ত ক্লাস নিয়ে তার লেখাপড়ায় উৎসাহ যুগিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী থেকে শুরু করে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা সব সময় তাকে উৎসাহ যুগিয়ে গিয়েছেন।
পারিবারিক দিক থেকেও উৎসাহ পেয়েছেন মামা, দিদা, দাদু,মা-সহ অন্যান্যরা । তবে কবিতার মা স্বপ্না সূত্রধর জানালেন-তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই করুন। কবিতার বাবা গৌতম সূত্রধর এবং মামা বিপ্লব সূত্রধরও চিন্তিত কবিতার লেখাপড়া নিয়ে। যদিও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী জানিয়েছেন, কবিতার উচ্চশিক্ষার জন্য তাঁরা পাশে থাকবেন। অন্যদিকে, ‘অভাবী মেধাবী’ ছাত্রী কবিতা সূত্রধর কিভাবে বিজ্ঞান নিয়ে লেখাপড়া চালিয়ে যাবেন সেই চিন্তাই তাকে ভাবিয়ে তুলেছে। তার লক্ষ্য- উচ্চ মাধ্যমিকেও ভালো নম্বর নিয়ে রাজ্য সেরা হওয়া। কিন্তু অর্থ ছাড়া ‘আধপেটা খেয়ে’ কীভাবে এগোবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না কবিতা সূত্রধর।
Raiganj:মাদ্রাসার মাধ্যমিকে অমুসলিম ছাত্রী কবিতাই সম্ভাব্য জেলার সেরা
- Advertisement -