Uttar Dinajpur : মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

আরও পড়ুন

বেপরোয়া গতিতে আসা মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এদিন রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মারনাই অঞ্চলের মির্জাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।

সূত্রের খবর , এদিন মির্জাদিঘি এলাকার বাসিন্দা মনসুর রহমান কাজ সেরে জাতীয় সড়ক দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মালদা থেকে রায়গঞ্জমুখী একটি মারুতি গাড়ি বেপরোয়া গতিতে এসে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে রাস্তায় ছিটকে পড়েন মনসুর রহমান। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মির্জাদিঘি এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মনসুর রহমানকে রক্তাপ্লুত অবস্থায় উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মনসুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘাতক মারুতি গাড়ি-সহ চালককে আটক করেছে ইটাহার থানার পুলিশ।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close