কালিয়াগঞ্জ কান্ডে গুলিবিদ্ধ এক টোটো চালক। আহতের নাম মনোজ কুমার বর্মন। তার বা হাতের বাহুতে গুলি লাগে বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিকেলে ওটি করে তার হাতের গুলি বেড় করা হয়েছে। বর্তমানে সে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।
সূত্রের খবর, তাকে দেখতে যান রায়গঞ্জ মেডিকেলের রোগি কল্যান সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। ছিলেন জেলা তৃনমুলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস এবং রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়। গতকাল তাকে গুলি করা হয় বলে আহতের দাবী। যদিও ঘটনার সত্যতা কি তা পুলিশ খতিয়ে দেখছে বলে দাবী করেন রোগি কল্যান সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।