দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নামেই মনোনয়নপত্র দাখিল করল। দল তাদের প্রার্থী না করলে তারা প্রত্যেকেই করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবে। তিনি আরও বলেন, কানাইলাল আগরওয়াল মাতব্বরি আরম্ভ করে দিয়েছেন। বুধবার ইসলামপুরে নিজের বাসভবনে বসে সাংবাদিকদের একথা জানান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যারা বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে কাজ করেছে সেই কানাইয়ালাল আর ব্লক সভাপতি জাকির হোসেনের হাতে সংগঠন চলে গেছে। তাই তাকে নতুন করে দল তৈরি করতে হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আক্তার দলবদল প্রসঙ্গে বিধায়ক জানান, এই জাভেদই কানাইয়ালালকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বড় ভূমিকা নিয়েছিল। আজ তার স্ত্রীকে প্রার্থী না করে অন্যকে প্রার্থী করছে। আসলে কানাইয়ালাল এই ইসলামপুরে বসে মাতব্বরি করছেন বলে করিম চৌধুরী অভিযোগ করেছেন। তবে এই বিষয় নিয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কোনও মতামত পাওয়া যায়নি।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।