কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু এবং রাজবংশী কিশোরীকে ধর্ষন করে খুনের ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফুসছে। রাজবংশী সম্প্রদায়ের মানুষ যে কতটাই ক্ষেপে আছে তার প্রভাব পড়েছে কালিয়াগঞ্জ থানায়। থানায় স্মারকলিপি দিতে এসে রাজবংশী সম্প্রদায়ের মানুষ থানায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ কর্মীদের মারধোরের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার পর বহু রাজবংশী মানুষকে পুলিশ গ্রেফতার করছে। ফলে রাজবংশী সম্প্রদায়ের মানুষ এখনও ক্ষোভে ফুসছে।
সূত্রের খবর , মানুষের এই ক্ষোভের আঁচের কথা কিছুটা আন্দাজ করতে পেরেছেন তৃণমূল কংগ্রসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। তিনি নবজোয়ার যাত্রা শুরু করেছেন। উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রে এই নবজোয়ার যাত্রা নিয়ে গিয়ে জনসভা করছেন। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার সমস্ত বিধানসভা কেন্দ্রে জনসভা করলেও কালিয়াগঞ্জ বিধানসভাকে এর আওতার বাইরে রেখেছেন। তৃণমূল কংগ্রেস যে রাজবংশী বিরোধী নয় সেটা বোঝাতেই সোমবার হেমতাবাদ থানার কালু বর্মন নামে এক রাজবংশী পরিবারেই দুপুরের আহার সারলেন। কালু বর্মনের পরিবারকে সঙ্গে নিয়ে দুপুরের আহার করেন অভিষেক বন্দোপাধ্যায় । কালু বর্মনের বৃদ্ধা মায়ের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।