সোমবার দুপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে জেলা সুপার পুলিশের করণের উদ্দেশ্যে পদযাত্রা করা হলো। কালিয়াগঞ্জ এর নাবালিকা কিশোরীর গণধর্ষণ ও খুনের প্রতিবাদে শিলিগুড়ি মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়।
এই পদযাত্রায় অংশ নিয়েছিল রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী, জেলা সহ সংযোজক কৌস্তভ আচার্য, দ্বীপ দত্ত, রায়গঞ্জ নগর সম্পাদক শুভ্র চাকী সহ বেশ কিছু কর্মী সমর্থকরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।