গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। মৃত ওই গৃহবধূর নাম অনিতা বিশ্বাস। বয়স ২৭ বছর। এই ঘটনায় অভিযুক্ত তার শ্বশুরবাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণপুর এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, প্রায় ১০ বছর আগে প্রদীপ বিশ্বাসের সঙ্গে অনিতা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর অত্যাচার করতে থাকে মৃতার শ্বশুরবাড়ির সদস্যরা। অত্যাচার করার সঙ্গে তাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়। প্রতিবেশীর সাহায্যে তখন কোনওরকমে প্রাণে বাঁচেন অনিতা। অনিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ের শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্ন পাওয়া গেছে। তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের সদস্যরা। পুলিশ অনিতার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।