Uttar Dinajpur : মৃত কিশোরীর বাড়িতে পৌঁছলেন অধীর রঞ্জন চৌধুরী

আরও পড়ুন

কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামের মৃত কিশোরীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মৃত কিশোরীর পরিবারের সঙ্গে অধীরবাবু দেখা করেন। প্রদেশ সভাপতির কাছে মৃতার পরিবার সি বি আই তদন্তের দাবি জানান। শোকাহত পরিবার তারা একা নন। সারা রাজ্য তথা দেশের মানুষ তাদের পাশে আছে। আদালতে মামলা করার ক্ষেত্রে কংগ্রেসের কোন সহযোগিতা লাগলে কংগ্রেস দল তাদের সবরকম সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে মৃত কিশোরীর পরিবারকে অধীরবাবু আশ্বস্ত করেছেন।

সূত্রের খবর, গত ১৯ এপ্রিল কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রামের এক কিশোরীকে ধর্ষন করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়। পুলিশ দেহ তুলতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসিদের খন্ডযুদ্ধ বেধেছিল। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় । দেরিতে হলেও প্রদেশ কংগ্রস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন। মৃত কিশোরীর পরিবার অধীরবাবুর কাছে অভিযোগ করেছেন, প্রশাসনের অত্যাচারে তারা আতঙ্কিত। ভয়ে তারা রাতে ঘুমোতে পারছেন না। অধীরবাবু জানিয়েছেন, ঘটনার পর থেকে কংগ্রেস নেতা কর্মীরা তাদের পাশে থেকেছে। এই অসহায় পরিবারকে ভয়ের হাত থেকে উদ্ধার করতে দলীয় কর্মিদের পাশে থাকার নির্দেশ দিলেন। একই সঙ্গে তাদের সুবিচারের জন্য কংগ্রেস আইনের পথে যাবে। মৃত পরিবার পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না। তাই তারা সি বি আই তদন্তের দাবি করছেন। মৃত কিশোরীর পরিবারকে আইনগত সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। গাংগুয়া কিশোরীকে ধর্ষন করে খুন এবং পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার রায়গঞ্জে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close