মাছের বদলে উঠল ব্যালোট বাক্স। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাজারগাঁও -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথে।
এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যালট বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠেছে- যেখানে ব্যালট বাক্স গুনে গুনে ভোট কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সেখানে কেনও ব্যালট বাক্স কম থাকার পরেও থানায় এজাহার করা হ’ল না অথবা সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হ’ল না। বিরোধীরা ইতিমধ্যেই করণদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আঙ্গুল তুলতে শুরু করেছেন।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।