একেই অপ্রাপ্তবয়স্ক, তারপরে আবার বিয়ে করেই আত্মঘাতী ! পরিবারের অমতে বিয়ে করে একসঙ্গে আত্মঘাতি অপ্রাপ্তবয়ষ্ক নবদম্পতি। এমন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার খেতরাবাড়ি গ্রামে। মৃত দুইজনই দশম শ্রেণীর পড়ুয়া। এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ফাদিলপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র উদয় দাসের সঙ্গে করণদিঘি ব্লকের ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শান্তি দাসের সম্পর্ক গড়ে উঠেছিল। মঙ্গলবার রাতে দু’জন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছের একটি মন্দিরে তারা বিয়ে করে। এরপরই খেতরাবাড়ি গ্রামের কাছে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিক যুগলের মৃতদেহ পাওয়া যায়।
বুধবার সকালে এমন ঘটনা স্থানীয়দের চোখে পড়তেই তারা করণদিঘি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে। মেয়েটির সিঁথিতে সিঁদুর থাকায় পুলিশের অনুমান বিয়ে করেই তারা আত্মঘাতী হয়েছে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি।