উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হলেন গোলাম রসুল। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার উপস্থিতি ন’জন বিধায়কের সর্বসম্মতিক্রমে রসুল সাহেবকে সহকারি সভাধিপতি নির্বাচিত করা হয়। এমন ঘটনায় খুশি উত্তর দিনাজপুরের মানুষ।
উত্তর দিনাজপুর জেলা পরিষদ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।