দিন-দুপুরে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। ডাকাতিতে বাধা দেওয়ায় গেট কিপারকে ভয় দেখানোর জন্য তার পায়ের সামনে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডালখোলা বাস ষ্ট্যান্ডের গাঙ্গুলী মার্কেটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আসার আগে দুস্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়।
সূত্রের খবর, অন্যদিনের মত শুক্রবার ডালখোলা বাস ষ্ট্যান্ডে গাঙ্গুলী মার্কেটে আই আই এফ এল ফিনান্স কোম্পানী তাদের কাজ কর্ম করছিল। বেলা বারোটা নাগাদ কয়েকজনের ডাকাত দল আচমকাই ওই ব্যাঙ্কে ঢুকে পড়ে। তারা ব্রাঞ্চ ম্যানেজার তন্ময় ঘোষের ঘরে ঢুকে লকারের চাবি চায়। ব্রাঞ্চ ম্যানেজার চাবি দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাকে মারধর শুরু করেন। ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে ছিল আরও বেশ কয়েকজন দুস্কৃতি। তারা ভেতরে যেতে চাইলে গেট কিপার তাদের বাধা দেন। এলাকায় আতঙ্ক সৃষ্টি করনোর জন্য গেট কিপারের পায়ের পাশে গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে ছোটাছুটি করতে শুরু করে। এরই ফাঁকে ব্রাঞ্চ ম্যানেজার সুযোগ বুঝে ডালখোলা পুলিশকে পুরো ঘটনাটি জানিয়ে দেয়।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তাদের পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতিদের চিহ্নিত করারও চেষ্টা করা হচ্ছে।
উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।