Kaliyaganj : কালী মন্দিরে নিয়ে স্ত্রী-কে ভাগ্নের সঙ্গে বিয়ে দিলেন মামা

আরও পড়ুন

ভাগ্নের সঙ্গে অবৈধ্য সম্পর্কে জড়িয়েছে মামী। সম্পর্কের পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নিলেন মামা।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শান্তিকলোনি এলাকায়৷ পরকীয়া সম্পর্কে মশগুল দু’জনেই প্রথমে পালিয়ে যাওয়ার ফন্দি আঁটলেও তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন মামা। এরপর নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী-কে ভাগ্নের হাতে সঁপে দেন স্বামী৷

প্রসঙ্গত, এই ঘটনায় রীতিমতো হতবাক পরিবার-সহ স্থানীয় মানুষ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শান্তি কলোনীর বাসিন্দা বিপুল সরকারের সঙ্গে সিঁথির বাসিন্দা ওই যুবতীর বিয়ে হয় ৷ তারপরেই বিপুল কর্মসূত্রে বাইরে চলে যান ৷ এমনকি তিনি কাজের সূত্রে বাইরেই থাকতেন, সেই সুযোগে তাঁর বাড়িতে অবাধে যাতায়াত করত ভাগ্নে ভানু বর্মন। এরপরই তাঁর সঙ্গে বিপুলবাবুর স্ত্রী-র প্রণয় সম্পর্ক গড়ে ওঠে ৷ তাঁদের সম্পর্ক নিয়ে গ্রামে বিস্তর কানাঘুষো তৈরি হয়েছিল ৷ সেই খবর বিপুলেরও কানে পৌঁছেছিল ৷

উল্লেখ্য, বিপুলবাবু বাড়িতে আসতেই মামির সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভাগ্নে ভানু ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁরা গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়৷ যুগলকে ধরে রেখে খবর দেয় থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর স্বামী বিপুলকে খবর দেয় ৷ পুলিশের হাত থেকে ভাগ্নে এবং স্ত্রী-কে মুক্ত করে নিয়ে যান স্থানীয় একটি কালী মন্দিরে ৷ সেখানেই নিজে দাঁড়িয়ে থেকে ভাগ্নের সঙ্গে স্ত্রী-কে বিয়ে দেন বিপুল৷ পরে বিপুল বলেন, ‘‘ভাগ্নে ভানুর সঙ্গে স্ত্রী-কে আমি আপত্তিকর অবস্থায় দেখে নিয়েছিলাম৷ সেইসঙ্গে প্রতিবেশীরাও নানা মন্তব্য করছিলেন৷ ওরা দু’জন দুজনকে ভালোবাসে তাই সংসারে অশান্তি হওয়ার আগেই বিয়ে দিয়ে দিলাম ৷ আমাদের ছয় বছরের ছেলে আমার সঙ্গেই থাকবে৷’’ বিপুলবাবু বুকে পাথর বেঁধে মহানুভবতার পরিচয় দিলেও আদপে ছ’বছরের ছেলেটির মানসিক অবস্থার কি হবে সে প্রশ্ন কিন্তু থেকেই গেল।

ফোর্টিন টাইম লাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close