Kaliyaganj : সাপ নিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সচেতনতা শিবির

আরও পড়ুন

কালিয়াগঞ্জ বি ডি ও অফিসের আহ্বানে সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানদের নিয়ে সর্প সচেতনতা শিবির চলছে। পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এটির পরিচালক। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আট দিন ধরে এই সচেতনতা শিবির এর আয়োজন করে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতর। আট দিন ধরে চলা এই সচেতনতা শিবিরে সকলকে সাপ ও সর্প দংশনের বিষয় নিয়ে বিস্তারিতভাবে বোঝানো হয়। প্রজেক্টর-এর মাধ্যমে তাদের সকলকে জেলার বিভিন্ন বিষাক্ত ও নির্বিষ সাপ সনাক্তকরণ করানো হয়। তাদের বলা হয় কোন সাপগুলির বিষ আছে এবং কোনগুলি নির্বিষ । দুর্ঘটনাবশত সর্পদংশন হলে কি করে বাঁধন দিতে হবে সেটিও হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। মূল যে বিষয়টি সম্পর্কে তাদের সচেতন করা হয় , তা হল সাপ কামড়ালে কেউ যেনও ওঝা বা গুনিনের কাছে না নিয়ে গিয়ে সোজা হাসপাতালে হাজির করান চিকিৎসার জন্য । ওঝা বা গুনিনের কাছে গেলে সাপে কাটা রুগীর জীবন বিপন্ন হতে পারে , কারন সম্প্রতি উত্তর দিনাজপুর জেলায় সর্প-দংশনে বেশ কয়েকজন মারা গিয়েছেন ওঝা, গুনিনের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কারনে।
বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আর দিন ধরে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, সেগুলি হল – অনন্তপুর গ্রাম পঞ্চায়েত, ভান্ডার গ্রাম পঞ্চায়েত , ধনকৈল , রাধিকাপুর, বোচাডাঙ্গা, বরুনা, মুস্তাফানগর ও মালগাঁও গ্রাম পঞ্চায়েত। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর বিশেষজ্ঞ সদস্য নিবারণ দেবনাথ, আদিত্য আগারওয়ালা, প্রিন্স জাহানুর ও সৈকত সাহা এই সচেতনতা শিবির পরিচালনা করেন। আগামীদিনে বিভিন্ন প্রজাতির সাপ ও সর্প দংশন নিয়ে এই ধরনের সচেতনতা শিবির চলবে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই জাতীয় শিবির করারও উদ্যোগ গ্রহণ করা হবে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close