Uttar Dinajpur: ব্যাডমিন্টন প্রতযোগিতার আসর বসছে রায়গঞ্জে

আরও পড়ুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট রাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসছে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে।

প্রয়াত দীনদয়াল কল্যাণী এবং স্বর্গত সাগরমল কল্যাণীর স্মৃতির উদ্দেশে আয়োজিত হতে চলেছে উঁচুমাপের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। জেলাব্যাপী এই প্রতিযোগিতা আয়োজিত হবে আগামী ৪ জুন থেকে। চলবে ৮ জুন পর্যন্ত। প্রতিযোগিতাটি আয়োজিত হবে উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে। প্রথম দু’দিন অর্থাৎ ৪ ও ৫ জুন একযোগে আয়োজিত হবে কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সেও। অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বছর বয়সী ছেলে ও মেয়েদের সিঙ্গেলস, ডাবলস ও মিক্স ডাবলস প্রতিযোগিতা হবে।

এদিন ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করে প্রতিযোগিতাটি সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার প্রদীপ কল্যাণী, কোচ প্রশান্ত সরকার , পাপন সরকার প্রমুখ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close