Uttar Dinajpur : অনাথ শিশুদের খাইয়ে বাগানবন্ধুদের দ্বিতীয় বর্ষপূর্তি

আরও পড়ুন

এক ব্যক্তি-এক বৃক্ষ এই বার্তাকে সামনে রেখে তাদের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করল বাগানবন্ধু নামে একটি সামাজিক মাধ্যম নির্ভর সংস্থা। বুধবার দুপুরে রায়গঞ্জের দেবীনগরে থাকা শিশুসদনের শিশুদের মধ্যাহ্ন আহার কর্মসূচি পালনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখলেন তারা।

কার্যত, বিশ্ব উষ্ণায়ন যখন একটি তীব্র আকার ধারন করেছে তখন বৃক্ষরোপণ ,বৃক্ষ বিতরণ প্রভৃতি কর্মসূচির মাধ্যমে সংস্থাটি সমাজের কাছে এক ভিন্ন বার্তা তুলে ধরতে চাইছে। সংস্থার এডমিন পারমিতা সাহার বক্তব্য-মূলত গ্রুপের সদস্যদের অর্থানুকূল্যে বা গাছ বিক্রির মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করেন ।

রায়গঞ্জের শিশু সদন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close