Uttar Dinajpur : রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর

আরও পড়ুন

রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর সহ টেবিল চেয়ার ভাঙচুর ইটাহারে। এমন ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালে। এক কর্তব্যরত চিকিৎসকের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল মৃতার অত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, ইটাহার থানার কালোমাটিয়া এলাকার এক বাসিন্দা রিন্টু পালকে সাপে কাটে। সেই রোগীকে বুধবার রাতে ইটাহার হাসপাতালে নিয়ে আসে তার আত্মীয়রা। সেই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারফুল আলী তার প্রাথমিক চিকিৎসা করে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতাল স্থানান্তর করে। কিন্তু সেখানে মারা যায় ওই রুগী। বৃহস্পতিবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ইটাহার গ্রামীণ হাসপাতালে এসে ওই কর্তব্যরত চিকিৎসককে মারধর ওর চেয়ার টেবিল ভাঙচুর করে মৃতার আত্মীয় ও প্রতিবেশীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে আহত চিকিৎসক সারফুল আলী ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ইটাহার বি এম ও এইচ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছে। তবে হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে নিরাপত্তার অভাবে ক্ষোভ ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোটান বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close