বৃহস্পতিবার ২৫টি আদিবাসী সংগঠনের ডাকে ১২ ঘন্টা বাংলা বনধকে সফল করতে প্রচারাভিযান শুরু করেছে ইউনাইটেড ফোরাম অব্ অল আদিবাসী অরগানাইজেশন। জরুরী পরিবাষেবাকে বনধের আওতায় বাইরে রাখা হলে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেন বনধ সমর্থনকারীরা। প্রবল দাবদাহের মধ্যে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ কুড়মি সম্প্রদায়ের মানুষদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। এই আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়েছিল। পুলিশ এই ঘটনায় ১০জন কুড়মি সমর্থককে গ্রেফতার করে। এই ঘটনার পর কুড়মি সমাজকে চাপে ফেলতে বনধ ডাকার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। কুড়মি সম্প্রদায় মানুষদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা হলে আদিবাসী সমাজকে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, এমনই আশঙ্কা করছে আদিবাসী সংগঠন। কুড়মি সম্প্রদায়ের মানুষদের আদিবাসী সম্প্রদায়ে অর্ন্তভুক্ত না করার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আদিবাসীদের ২৫ টি সংগঠন ঐক্যবদ্ধভাবে ১২ ঘন্টা বাংলা বনধ এবং চাক্কা জ্যামের ডাক দিয়েছে। দোকান পাট, হাটবাজারের সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনধ সমর্থনকারীরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।