কিশানগঞ্জ যাওয়ার পথে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায় সভা করলেন বিহার রাজ্যসভার সাংসদ। রবিবার বিহারের রাজ্যসভার সাংসদ তথা মাইনোরটি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চেয়ারম্যান ইমরান প্রতাপগিরি। এই সভায় তাকে গোয়ালপোখর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিহারের রাজ্যসভার সাংসদ তথা মাইনোরটির অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চেয়ারম্যান ইমরান প্রতাপগিরি, গোয়ালপোখর কংগ্রেস ব্লক সভাপতি নূর আহসান নূর, রায়গঞ্জের প্রাক্তণ বিধায়ক মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা মেসিম আহসান, কংগ্রেস নেতা জৈনুল হক-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।
এই সভায় উপস্থিত হয়ে ইমরান প্রতাপগিরি বলেন, খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলায় বিরাট এক জনসভায় উপস্থিত থাকতে চলেছি। এমনই মন্তব্য করেন বিহার রাজ্যসভার সাংসদ তথা চেয়ারম্যান, মাইনোরটি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ইমরান প্রতাপগিরি।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।