উত্তর দিনাজপুর আদিবাসী উন্নয়ণ দফতরের সহযোগিতায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন হ’ল মঙ্গলবার।
উত্তর দিনাজপুর জেলা ও রায়গঞ্জ ব্লক প্রশাসনের আয়োজনে এবং উত্তর দিনাজপুর আদিবাসী উন্নয়ণ দফতরের সহযোগিতায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন হ’ল স্থানীয় কর্ণজোড়ার অডিটোরিয়াম হলে। রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুধু শ্রদ্ধার্ঘ নিবেদন করাই নয়, মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচিয়ে তোলারও প্রয়াস নেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা সমাহার্তা অরবিন্দ কুমার মীনা, এডিএম হাসিন জোহরা রিজভী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানী, ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে-সহ সম্মানীয় অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত দর্শকাসনের প্রতিটি মানুষের উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির করেন উপস্থিত আদিবাসী ভাই বোনেরা। এদিনের অনুষ্ঠান সম্পর্কে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা আর কি কি বলেছেন শুনব-
রায়গঞ্জের কর্ণজোড়ার অডিটোরিয়াম হল থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।