Uttar Dinajpur: শুভেন্দুর সভা ভেস্তে দেওয়ায় পথ অবরোধ বিজেপি-র

আরও পড়ুন

বিরোধী দলনেতার জনসভাকে ভেস্তে দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টি।
প্রসঙ্গত,দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাকে ভেস্তে দেয় তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি নেতার সভা ভেস্তে দেওয়ার চক্রান্তের প্রতবাদে বিজেপি-র পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শিবডাঙি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। বিক্ষোভে নেতৃত্ব দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবুর অভিযোগ, রাজ্যের বিরোধী কন্ঠস্বরকে বন্ধ করার চক্রান্ত করছে এরাজ্যের শাসকদল। পশ্চিমবাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস পুলিশকে সঙ্গে নিয়ে ঘোষিত কর্মসূচিকে যেভাবে বানচাল করার চেষ্টা করেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে বলেই খবর। শঙ্করবাবুর আরও অভিযোগ, গরু চোর, কয়লা চোরের গড়ে গিয়ে বিরোধী দলনেতা সভা করছেন। শুভেন্দুবাবু যেখানে যাচ্ছেন- রাজ্যের মানুষ স্বর্তস্ফুর্তভাবে তার পাশে এসে দাঁড়াচ্ছেন। এতেই শঙ্কিত হয়ে পড়ছেন শাসক দলের নেতা-নেত্রীরা।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close