Uttar Dinajpur : পুরসভায় বোর্ড মিটিং চলাকালীন সভা বয়কট বিজেপি-র

আরও পড়ুন

কালিয়াগঞ্জ পুরসভা বোর্ড মিটিংয়ে বিভিন্ন অভিযোগ তুলে মাঝপথে বয়কট করে বেরিয়ে যায় বিজেপি-র ৬ কাউন্সিলর-সহ ১ জন নির্দল কাউন্সিলার। বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন- কালিয়াগঞ্জ পুরসভা বোর্ড নিজেদের খুশিমতো বিরোধী কাউন্সিলারদের অন্ধকারে রেখে কাজ করছে। রেজলুশেন করা হয় এক কাজ করা হয় এক। দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণের টাকা প্রদান করা হচ্ছে না, ফলে চরম সমস্যায় পড়েছেন গরিব মানুষেরা। বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের টাকার পরিমান পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। এমনি কি কালিয়াগঞ্জ পুর এলাকায় তিনটি মোবাইল টাওয়ার বসানো হবে কিন্তু বোর্ড মিটিংয়ে পাশ করা হয়নি। এমনকি বোর্ড মিটিংয়ে বিরোধী কাউন্সিলরদের কথা শোনা হয় না। মানুষের স্বার্থে তারা বোর্ড মিটিং বয়কট করে বেরিয়ে যান।অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। পুরপ্রধান বলেন- পুরএলাকার উন্নয়নকে কিভাবে আটকে দেওয়া যায় তার চেষ্টা করে বিজেপি কাউন্সিলরেরা। যদি তারা অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে তিনি নিজের পদ থেকে ইস্তাফা দিয়ে দেবেন। সব কিছু আলোচনা করে রেজলুশন করা হয় বোর্ড মিটিংয়ে। বিজেপি কাউন্সিলারদের অভিযোগ একেবারে ভিত্তিহীন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close