কালিয়াগঞ্জ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মাত্র ১৭ জনকে উপভোক্তাকে তালিকাভুক্ত করার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি-র এস সি মোর্চা। মোর্চার পক্ষ থেকে বিশাল মিছিল বার করে পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসী। গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি- পঞ্চায়েত কর্মীর ভুল তথ্য কম্পিউটারে আপলোড করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিডিও কাছে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের তালিকাভুক্ত না করে ধনী এবং আর্থিক দিক থেকে স্বচ্ছল ব্যাক্তিদের তালিকাভুক্ত করার প্রতিবাদে রাজ্যজুড়ে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। শাসকদল তৃণমূল কংগ্রেসের এই দূর্নীতি এবং স্বজনপোষণের প্রতিবাদে বিজেপি-সহ শাখা সংগঠন আন্দোলন শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতে ২০১৮ সালে আবাস যোজনায় যে তালিকা প্রকাশিত হয়েছিল তাতে ৪ হাজার ৯০৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে নতুন করে উপভোক্তাদের তথ্য আপলোড করার জন্য পঞ্চায়েতের এক কর্মীকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তিনি পোর্টালে ভুল তথ্য আপলোড করেন। তিনি যে তথ্য পোর্টালে আপলোড করেছিলেন তাতে ৩১ জন উপভোক্তাকে তালিকাভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে জানা গিয়েছে- ৩১ জন থেকে কমে হয়েছে ১৭ জন।এই বিশাল পঞ্চায়েতে কয়েকজনকে আবাস যোজনায় তালিকাভুক্ত করার খবরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপি এস সি মোর্চা মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করে আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার এস সি মোর্চার তরফ থেকে বিশাল মিছিল করে পঞ্চায়েত অফিসে হাজির হন। এস সি মোর্চার জেলা সভাপতি তারিনী কান্ত রায়ের দাবি- প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির জন্য পঞ্চায়েতকে সার্ভে করতে হবে। পোর্টালে আপলোডে ভুল হওয়ার দায় পঞ্চায়েত প্রধানকে নিতে হবে। চার নম্বর বোচাডাঙা গ্রাম পঞ্চায়েত প্রধান হৃদয় চন্দ্র সরকার জানিয়েছেন,পোর্টালে তথ্য আপলোডের ভুল সাধারণ মানুষকে গুনতে হচ্ছে। তিনি বিষয়টি জানতে পেরে কালিয়াগঞ্জের বিডিও-র কাছে একাধিকবার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। তবে শেষমেশ সংশোধিত তালিকা প্রকাশিত হয় কিনা সেটাই এখন দেখার।
কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।