Uttar Dinajpur : কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল বিজেপির

আরও পড়ুন

কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামপুরে মোমবাতি সহ মৌন মিছিল করল বিজেপি। হাতে মোমবাতি নিয়ে মিছিলে হাঁটলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ইসলামপুর শহর বিজেপি কার্যালয় থেকে মিছিলটি শুরু করা হয়। মিছিলটি রাজ্য সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, কালিয়াগঞ্জে কিশোরীর উপর নৃশংস অত্যাচারের পর তাকে হত্যা করা হয়। পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চাচ্ছে এবং দুদিন পর কালিয়াগঞ্জের চাঁদগাও এলাকায় পুলিশ অভিযান করতে গিয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবককে গুলি করে বলে অভিযোগ। এর প্রতিবাদে সারা রাজ্যে ও জেলা জুড়ে আন্দোলন চলছে এবং আজকে ইসলামপুর শহরে মৌন প্রতিবাদ মিছিল চলছে বলে জানান তিনি। এছাড়াও এই ঘটনায় আমরা সিবিআই তদন্ত চেয়েছি, পরিবার সিবিআই তদন্ত চেয়েছে। সিবিআই তদন্ত হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close