Uttar Dinajpur: প্রস্তাবিত বনধের আগেই ডালখোলা শহর দিয়ে বাস চলাচল শুরু

আরও পড়ুন

ডালখোলা শহর নাগরিক কমিটির পদযাত্রার পরই বাস চলাচল শুরু করল পুরসভা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এবং পুলিশ প্রশাসন। প্রসঙ্গত জাতীয় সড়ক দিয়ে যাত্রীবাহী বাসগুলি চলাচলের কারণে রবিবার ডালখোলা বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত পদযাত্রা করেন ডালখোলা শহরের ব্যবসায়ী থেকে শুরু করে অগুনতি মানুষ। তারা আগামী ১৬ নভেম্বর, বুধবার যাত্রীবাহী বাস শহরে না ঢোকার প্রতিবাদে বনধ ঘোষণা করে। সেইসঙ্গে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় পর্যন্ত এবং কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ডালখোলা শহর নাগরিক কমিটির ব্যানারে পদযাত্রা করে।

ব্যবসায়ীদের পদযাত্রার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই যাত্রীবাহী সরকারি বাসগুলিকে ট্রাফিক পুলিশ দিয়ে শহরে ঢোকানোর ব্যবস্থা করানো হয়।

এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর বাসচালক রতন কুমার দাস কি বলেছেন শুনে নেব-

অন্যদিকে বহরমপুর বাস চালক ইয়ার আলি শাহ কি জানিয়েছেন শোনাব-

পাশাপাশি ডালখোলা পুরসভার পুরপিতা স্বদেশ সরকার কি বলেছেন শুনব-

ডালখোলা বাসস্ট্যান্ড থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close