Uttar Dinajpur : হিস্টরিকাল সোসাইটির পক্ষ থেকে রবীন্দ্রনাথের জন্ম দিবস পালন

আরও পড়ুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিবস পালন উপলক্ষ্যে হিস্টরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে সংস্থার নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ,যেখানে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, কবিগুরুর জীবনের বিভিন্ন কর্মকাণ্ড এর উপর প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন, ও কবিগুরুর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে quiz প্রোগ্রাম এর ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনাপর্বে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার সকল সদস্যরা। বিশিষ্ট সংগীতকার শ্রী পার্থ প্রতিম বোস রবীন্দ্র সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটান, এরপর সংস্থার সদস্যরা একে একে তাদের গান, নৃত্য সংগীত পরিবেশন, বক্তব্য ও আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও তার ইতিহাসচরচা বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও ডুবুরির পত্রিকার সম্পাদক শ্রী কৌশিক দে সরকার মহাশয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় সংস্থার সভাপতি ও বিশিষ্ট শিক্ষক শ্রী অমল বিশ্বাস মহাশয়ের সংগীত পরিবেশন এর মাধ্যমে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close