Uttar Dinajpur : শিশু অপহরণকারীকে গণধোলাই গ্রামবাসীদের

আরও পড়ুন

চোপড়ায় ঘর থেকে এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাড়া করে দুই অপহরণকারীকে ধরে ফেলল। ঘটনাটি ঘটেছে , উত্তর দিনাজপুরের চোপড়া থানার ধনীরহাট এলাকায়। আটক অপহরণকারীদের চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ কোনক্রমে অপহরণকারীদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপহরণকারীরা বিহারের পুর্ণিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে । চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর ,মঙ্গলবার সন্ধ্যায় চোপড়ার ধনীরহাট এলাকার বাসিন্দা শেখ মজিবুর রহমানের বাড়িতে দুই দুষ্কৃতী ঢুকে পড়ে। পরিবারের মহিলারা সেই সময় রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ঘর থেকে দুই দুষ্কৃতী এক শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মহিলারা টের পেয়ে যান। তাদের আর্ত চিৎকারে গ্রামবাসীরা অপহরণকারীদের পেছনে তাড়া করে তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আটক করা অপহরণকারীদের গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ অপহরণকারীদের থানায় আনতে গেলে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির পিছু ধাওয়া করে। পুলিশ কোনক্রমে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক ব্যাক্তিরা জানিয়েছে, বিহারের পূর্ণিয়া থেকে তারা খাবারের জন্য এসেছিল। এই দু’জন বাদে আরও পাঁচ সঙ্গী তাদের সঙ্গে ছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাকিদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close