Chopra : স্কুল থেকে একাধিক বিষধর সাপ উদ্ধার

আরও পড়ুন

স্কুল প্রাঙ্গন থেকে উদ্ধার হ’ল প্রায় ৫০টি বিষধর সাপের বাচ্চা। শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। যারফলে আতঙ্কে রয়েছেন স্কুল সংলগ্ন বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পশু প্রেমী সংস্থার সদস্যরা এসে সাপগুলি উদ্ধার করেন।

স্কুল বন্ধ থাকার জেরে স্কুল প্রাঙ্গনে প্রায়শই দেখা যেত বিষধর সাপ। যারজেরে রীতিমতো আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। তারা সম্পূর্ণ বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন। এরপই খবর দেওয়া হয় স্থানীয় একটি পশু প্রেমী সংস্থাকে। তারা এসে সেই স্কুল থেকে বেশ কিছু বিষধর সাপ, ডিম এবং সেই সঙ্গে ৪০ থেকে ৫০টি বিষাক্ত সাপের বাচ্চা উদ্ধার করেন। এতগুলি সাপ দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ প্রত্যক্ষ দর্শীদের।

পশুপ্রেমী সংস্থার এক সদস্য দেবাশীষ মুখোপাধ্যায় জানিয়েছেন-বনদফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার করা সাপগুলি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ফোর্টিন টাইমলাইন, চোপড়া, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close